aamra pube poschime- Shadhin Bangla Betar Kendrer Gaan Download with Lyric www.sadhinbanglabetarkendrergaan.blogspot.com
sadhin bangla betar kendrer gaan
কথাঃ শহীদুল্লাহ কায়সার, সুরঃ আলতাফ মাহমুদ কণ্ঠ: বুলবুল মহলানবীশ।
sadhin bangla betar kendrer gaan
Aamra pube poschime-আমরা পুবে পশ্চিমে |
আমরা পুবে পশ্চিমে
কথাঃ শহীদুল্লাহ কায়সার, সুরঃ আলতাফ মাহমুদ কণ্ঠ: বুলবুল মহলানবীশ।
আমরা পুবে পশ্চিমে, আকাশে
বিদ্যুতে
উত্তরে দক্ষিণে হাসিতে,সঙ্গীতে,নদীর কলতানে
আমরা সাগরের গর্জনে চলি অবিরাম
অগ্নি আখরে লিখি মোদেরই নাম।
আমরা দেশে দেশে,কালে কালে
যুগে যুগে অন্যায়রে আঘাত হানি
আমরা যে জীবন মানি।।
আমরা জেনেছি নব জীবনের ঠিকানা
আমরা যে পেয়েছি রক্ত দ্বীপের নিশানা
আমরা চলি অবিরাম
অগ্নি আখরে লিখি মোদেরই নাম।।