Monday, 27 July 2015

Aamra purbe poschime-Shadhin Bangla Betar Kendrer Gaan Download with Lyric www.sadhinbanglabetarkendrergaan.blogspot.com

aamra pube poschime- Shadhin Bangla Betar Kendrer Gaan Download with Lyric www.sadhinbanglabetarkendrergaan.blogspot.com
sadhin bangla betar kendrer gaan


Aamra pube poschime-আমরা পুবে পশ্চিমে



আমরা পুবে পশ্চিমে
 
কথাঃ শহীদুল্লাহ কায়সার, সুরঃ আলতাফ মাহমুদ কণ্ঠ: বুলবুল মহলানবীশ।
               আমরা পুবে পশ্চিমে, আকাশে বিদ্যুতে
                       উত্তরে দক্ষিণে হাসিতে,সঙ্গীতে,নদীর কলতানে
                     আমরা সাগরের গর্জনে চলি অবিরাম
                          অগ্নি আখরে লিখি মোদেরই নাম।

                              আমরা দেশে দেশে,কালে কালে
                            যুগে যুগে অন্যায়রে আঘাত হানি
                              আমরা যে জীবন মানি।।

                                            আমরা জেনেছি নব জীবনের ঠিকানা
                        আমরা যে পেয়েছি রক্ত দ্বীপের নিশানা
                               আমরা চলি অবিরাম
                           অগ্নি আখরে লিখি মোদেরই নাম।।

Nai Nai Voy-Shadhin Bangla Betar Kendrer Gaan Download with Lyric www.sadhinbanglabetarkendrergaan.blogspot.com









 
Nai Nai Voy-shadhin bangla betar kendrergaan





নাই নাই ভয় রবীন্দ্র সঙ্গীত কণ্ঠ: কাদেরী কিবরিয়া
নাই নাই ভয় হবেই হবে জয় খুলে যাবে এই দ্বার জানি জানি তোর বন্ধন ডোর
ছিঁড়ে যাবে বার বার. ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা
সুপ্তি নিশীথ করিস যাপনা
বারে বারে তোরে ফিরে পেতে হবে
বিশ্বের অধিকার।। স্থলে জ্বলে তোর আছে আহবান
লোকালয়ে চিরদিন তুই গাইবি যে গান
সুখে দুঃখে লাজে ভয়ে।
ফুলপল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর
ছন্দে যে তোর স্পন্দিত হবে
আলোক অন্ধকার।।

Tuesday, 14 July 2015

Sringkol Vangga Sur-Sadhin Bangla Betar Kendrer Gaan Download With Lyrics

Sringkol vangga sur








শৃঙ্খল ভাঙা সুর
কথা: সুকান্ত ভট্টাচার্য,সুর: অজিত রায়,মূল কণ্ঠ: কোরাস

শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে

ঝন্ ঝনা ঝন ঝন

ঝন্ ঝনা ঝন ঝন্ সর্বহার বন্দী শিবিরে

ধ্বংসের গর্জন।

দিকে দিকে জাগে প্রস্তুত জনসৈন্য

পালবে কোথায়?

রাস্তা তো নেই অন্য

হাড়ে রচা এই খোঁয়াড়

তোমার জন্য হে শত্রু দুশমন।।

যুগান্ত জোড়া ঝড়রাত্রির শেষে,

দিগন্তে দেখি স্তম্ভিত লাল আলো,

রুক্ষ মাটিতে সবুজ ঘনায় এসে

নতুন দিনের যাত্রীরা চমকালো।

Saturday, 11 July 2015

Tara e desher sobujh dhaner shishe-Sadhin Bnagla Betar Kendrer Gaan Download with Lyrics







তারা এদেশের সবুজ ধানের শীষে
গীতিকার: ড. মো: মনিরুজ্জামান, সুর: সমর দাস
কণ্ঠ: মো: রফিকুল আলম
=================================
তারা এদেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে।

উদাসী মাঝির গানে, বাউলের ভীরু প্রাণে
দোয়েল শ্যামার শিসে, চিরদিন আছে মিশে।।
গুরু গুরু মেঘে তাদের কণ্ঠ শুনি
রক্তে যখন নেচে ওঠে ফাল্গুনী।
সকল পথের বাঁকে তারা আমাদের ডাকে
দিগন্তে দিশে দিশে, চিরদিন আছে মিশে।।


Chand Tumi fire Jao- Sadhin Bangla Betar Kendrer Gaan Lyrics With Download.



 Chand Tumi fire Jao- Lyrics with song download



Song Title: Chand Tumi Fire Jao




চাঁদ তুমি ফিরে যাও
কথাঃ শহীদুল ইসলাম, সুরঃ অজিত রায় কণ্ঠঃ রুপা ফরহাদ

চাঁদ তুমি ফিরে যাও
দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা
রুপালী আঁচল কোথায় বাখবে বল।
দুঃখিনী মায়ের কোলে নেই সন্তান
শোকের পতাকা চোখে ফেটে যায় প্রাণ
মোদের শান্তি যারা নিলো কেড়ে
তাদের তরে আজ আমাদের
বারুদ হয়ে জ্বলতে দাও।।
লুটেরা লুটাছে হাসি এই বাংলার
নেমেছি যে তাই রণাঙ্গণে চাই অধিকার
মুক্তিতে হাসি ফুটবে যে দিন
সেদির এসো খুশীর চাঁদ
আজকে মোদের লড়তে দাও।।

Friday, 10 July 2015

Ad Grameenphone Bangladesh on their EID Offer #theirKhushi



About The Offer #theirKhushi www.theirkhushi.com

In today's world, internet is a blessing in people's daily lives as it is the best platform to bring the world to fingertips. The recent evolution of smartphones has made it even easier and more joyful. You are probably the luckiest ones to reap the Internet's benefits as part of life with perhaps more than a single phone or an extra in your drawer that is not in use! May be you had wanted to sell that extra phone, but didn't for some reason. That "reason" probably had a hidden meaning in someone Else's life!

Have you ever thought about the many individuals with immense potential who may have been benefited significantly had they been blessed with an internet enabled phone to explore the world and make better use of their skills and move ahead in life? What if, you just give away your extra phone that probably doesn't have any value in your lives anymore but can be of tremendous value, or be the most powerful gift to someone in need? Why not do something during the Holy month of Ramadan that will change someone else' life for good?......

Sunday, 5 July 2015

Bicharpoti Tomar Bichar Korbe jara-- Bangla Song with lyrics

Bichar poti Tomar Bichar---- Sadhin Bangla Betar Kendrer Gaan





নাম: বিচারপতি

কথা ও সুর: সলিল চৌধুরী 


বিচারপতি তোমার বিচার করবে যারা

আজ জেগেছে এই জনতা, এই জনতা।

তোমার গুলির, তোমার ফাঁসির,

তোমার কারাগারের পেশণ শুধবে তারা

এই জনতা, এই জনতা, এই জনতা

তোমার সভায় আমির যারা,

ফাঁসির কাঠে ঝুলবে তারা

তোমার রাজা মহারাজা,

করজোড়ে মাগবে বিচার

ঠিক জেনো তা, এই জনতা।।

Saturday, 6 June 2015

Rokto Diye Naam Likhechi- Sadhin Bangla Betar Kendrer Gaan Download & Lyrics

 

Chetonay Sadhin Bangla Betar kendrer gaan

 

Rokto Diye Naam Likhechi

 

File Name  : Rokto Diye Naam Likhechi
 File Type  : Mp3
 Duration   : 00:03:51
 File Size   : 2.64 MB
 Bit Rate    : 96 kbps (Medium & Best Quality)
 Album       : Chetonay Sadhin Bangla Betar kendrer gaan
 Vol              : 01
 Song No.   : 01
 Courtesy   : NTv, Close Up
 Site       : www.SadhinBanglaBetarkendrerGaan.BlogSpot.Com
 File Source: www.NetroBD.MyWapBlog.Com & http://uttam.tk/

Saturday, 23 May 2015

Download Sadhin Bangla Betar Kendrer Gaan with Lyrics, Some Awesome Rhythmic Musics..

Hi
guys!
New Blog started to read lyrics and download songs.
These songs are ever songs!!
I wanna thank you......

www.SadhinBanglaBeterKendrerGaan.BlogSpot.Com