নাই নাই ভয়
রবীন্দ্র সঙ্গীত
কণ্ঠ: কাদেরী কিবরিয়া
নাই নাই ভয় হবেই হবে জয়
খুলে যাবে এই দ্বার
জানি জানি তোর বন্ধন ডোর
ছিঁড়ে যাবে বার বার.
ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা
সুপ্তি নিশীথ করিস যাপনা
বারে বারে তোরে ফিরে পেতে হবে
বিশ্বের অধিকার।।
স্থলে জ্বলে তোর আছে আহবান
লোকালয়ে
চিরদিন তুই গাইবি যে গান
সুখে দুঃখে লাজে ভয়ে।
ফুলপল্লব নদী নির্ঝর
সুরে সুরে তোর মিলাইবে স্বর
ছন্দে যে তোর স্পন্দিত হবে
আলোক অন্ধকার।।
The 10 Best Casino Games Ever - JT Hub
ReplyDeleteBonus 부산광역 출장샵 & Slots 경산 출장안마 · EASY Slots · 공주 출장안마 How-to 성남 출장샵 · Bonus and Jackpot Slots 고양 출장마사지 · Mobile Slots